পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S ob- অচিন মাকুষ যখন চোখের সামনে বসতে দেবে তখন সে আসনে রেখো ধ্যানের আসন পেতে, যখন কইবে কথা সেই ভাষাতে তখন মনে মনে দিয়ে অশ্রুত সুর গেথে । তোমার জানা ভুবনখানা হতে সুদূরে তার বাসা, তোমার দিগন্তে তার খেলা । সেথায় ধরা-ছোওয়ার-অতীত মেঘে নানা রঙের ভাষা, সেথায় আলো-ছায়ার মেলা । তোমার প্রথম জাগরণের চোখে উষার শুকতার যদি তাহার স্মৃতি আনে তবে যেন সে পায় ভাবের মূর্তি রূপের-বাঁধন-হারা তোমার সুর-বাহারের গানে । শাস্তিনিকেতন ৩০ কার্তিক ১৩৪১