পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. У о জন্মদিনে মুখ ফিরিয়ে পশ্চিমেতে বারেক যদি দাড়াও আসি আধার গোষ্ঠে এই রাখালের শুনতে পাবে সন্ধ্যাকালের চরম বাশি । সেই বাশিতে উঠবে বেজে দূর সাগরের হাওয়ার ভাষা, সেই বাশিতে দেবে আনি বৃন্তমোচন ফলের বাণী বাধন-নাশ । সেই বাশিতে শুনতে পাবে জীবন-পথের জয়ধ্বনি— শুনতে পাবে পথিক রাতের যাত্রামুখে নূতন প্রাতের আগমনী । শাস্তিনিকেতন ২৪ অক্টোবর ১৯৩৫ [ ৭ কার্তিক ’৪২ ]