পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীথিক ש\ x 5 ‘বিহ্বলতা’ কবিতার ‘পাই নাই শাস্ত অবসর’ (পৃ ৫৪) ছত্রের অব্যবহিত পূর্বে দুটি ছত্র পাণ্ডুলিপিতে থাকিলেও পুস্তকে মুদ্রিত হয় নাই, ইহা শ্ৰশোভনলাল গঙ্গোপাধ্যায় আমাদের জানাইয়াছেন। সম্ভবতঃ ছত্র দুটি অনবধানে ভ্ৰষ্ট হইয়াছিল : তাই মোর কণ্ঠস্বর আবেগে জডিত রুদ্ধ । বর্তমান কাব্যের ‘গোধূলি’ (পৃ ১৩১) কবিতাটি ‘প্রাসাদ ভবনে’ শিরোনামে ১৩৩৯ কার্তিকের ‘বিচিত্রা পত্রে শ্রীনন্দলাল বসুর অঁাকা চিত্ৰ -সহ প্রথম মুদ্রিত হয় ; সে সময় ইহাও জানানো হয়— ‘এই কবিতা নন্দলালবাবুর ছবি দেখিয়া রবীন্দ্রনাথ লিখিয়াছেন, পঞ্চাশটি নূতন ছবি ও তাদৃষ্টে লিখিত কবির পঞ্চাশটি নূতন কবিতা শীঘ্রই “বিচিত্রিতা” নামে বই আকারে বাহির হইবে ।’ —উক্ত ‘বিচিত্রিতা’ ( ১৩৪০ ) ‘বীথিকা’র বহু পূর্বেই প্রকাশিত হয় ; উহাতে একত্রিশটির অধিক কবিতা বা চিত্র স্থান পায় নাই। ইহাতে ও অন্যান্য বিবিধ প্রমাণে মনে হয় ‘বিচিত্রা’য় উল্লিখিত ‘পঞ্চাশটি’ কবিতার অনেকগুলি ( সব যদিবা না লেখা হইয়া থাকে ) ‘বীথিকা’য় সংকলিত— আনুষঙ্গিক কিছু ছবি স্থানান্তরে মুদ্রিত এবং কিছু ছবির ব্লক মুদ্রণার্থে সঞ্চিত রহিলেও, প্রথমাবধি সেগুলির কিছুই বীথিকায় দেওয়া যায় নাই । রবীন্দ্র-শতবর্ষপূর্তি-উৎসবের উদ্দেশে বীথিকা’র বিশেষ শোভনসংস্করণে সেই ছবির কয়েকখানি মাত্র দেওয়া গেল । ‘বীথিকা’র প্রায় সমকালীন অথবা কিছু পরবর্তী কতকগুলি কবিতা অদ্যাবধি নানা সাময়িক পত্রে বিক্ষিপ্ত ও বিস্মৃত হইয়া ছিল । আমাদের অসম্পূর্ণ সন্ধান -অনুযায়ী সেরূপ দশটি কবিতা বর্তমান গ্রন্থের শেষে ‘সংযোজন’ অংশে গৃহীত হইয়াছে। ‘শিরোনামসূচী’ এবং ‘প্রথম ছত্রের সূচী’ উভয় স্থলেই এই নূতন কবিতাগুলির উল্লেখ ক্ষুদ্রবিন্দু দিয়া চিহ্নিত করা হইল। মূলগ্রন্থ ও সংযোজন-বৃত কবিতাবলীর সাময়িক পত্রে প্রকাশের কাল যতদূর জানা গিয়াছে তাহার একটি তালিকা পরে দেওয়া গেল।—