পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ 8 ধ্যান কাল চলে আসিয়াছি, কোনো কথা বলি নি তোমারে । শেষ করে দিনু একেবারে আশা নৈরাশ্বের দ্বন্দ্ব, ক্ষুব্ধ কামনার তুঃসহ ধিক্কার । বিরহের বিষন্ন আকাশে সন্ধ্যা হয়ে আসে । তোমারে নিরখি ধ্যানে সব হতে স্বতন্ত্র করিয়া অনন্তে ধরিয়া । নাই সৃষ্টিধারা, নাই রবি শশী গ্রহ তারা ; বায়ু স্তব্ধ আছে, দিগন্তে একটি রেখা আকে নাই গাছে । নাইকো জনতা, নাই কানাকানি কথা । নাই সময়ের পদধ্বনি— নিরন্ত মুহূর্ত স্থির, দণ্ড পল কিছুই না গণি । নাই আলো, নাই অন্ধকার— আমি নাই, গ্রস্থি নাই তোমার আমার । নাই সুখ দুঃখ ভয়, আকাজক্ষা বিলুপ্ত হল সব— আকাশে নিস্তব্ধ এক শাস্ত অনুভব । তোমাতে সমস্ত লীন, তুমি আছ একা— আমি-হীন চিত্ত-মাঝে একান্ত তোমারে শুধু দেখা। ৩ জুলাই ১৯৩২