এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
\ంశి প্রত্যপণ কবির রচনা তব মন্দিরে জালে ছন্দের ধূপ ৷ সে মায়াবাম্পে আকার লভিল তোমার ভাবের রূপ । লভিলে, হে নারী, তমুর অতীত তমু— পরশ-এড়ানো সে যেন ইন্দ্ৰধনু নানা রশ্মিতে রাঙা ; পেলে রসধারা অমর বাণীর অমৃতপাত্র-ভাঙা । কামনা তোমায় বহে নিয়ে যায় কামনার পরপারে । স্থদুরে তোমার আসন রচিয়া ফাকি দেয় আপনারে । ধ্যানপ্রতিমারে স্বপ্নরেখায় আকে, অপরূপ অবগুণ্ঠনে তারে ঢাকে, অজানা করিয়া তোলে । আবরণ তার ঘুচাতে না চায় স্বপ্ন ভাঙিবে ব’লে ।