পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিতম প্রাণের প্রথমতম কম্পন অশথের মজ্জায় করিতেছে বিচরণ, তারি সেই ঝঙ্কার ধ্বনিহীন— আকাশের বক্ষেতে কেঁপে ওঠে নিশিদিন ; মোর শিরাতন্তুতে বাজে তাই ; সুগভীর চেতনার মাঝে তাই নর্তন জেগে ওঠে অদৃশ্য ভঙ্গীতে অরণ্যমর্মরসংগীতে । ওই তরু ওই লতা ওরা সবে মুখরিত কুসুমে ও পল্লবে— সেই মহাবাণীময় গহনমোনতলে নির্বাক স্থলে জলে শুনি আদি-ওঙ্কার, শুনি মূক গুঞ্জন অগোচর চেতনার। ধরণীর ধূলি হতে তারার সীমার কাছে কথাহারা যে ভুবন ব্যাপিয়াছে তার মাঝে নিই স্থান, চেয়ে-থাকা দুই চোখে বাজে ধ্বনিহীন গান। [ শাস্তিনিকেতন ] ৮ বৈশাখ ১৩৪১ \こ●