পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছায়াছবি একটি দিন পড়িছে মনে মোর । উষার নিল মুকুট কাড়ি শ্রাবণ ঘনঘোর ; বাদলবেলা বাজায়ে দিল তুরী, প্রহরগুলি ঢাকিয়া মুখ করিল আলো চুরি । সকাল হতে অবিশ্রামে ধারাপতনশব্দ নামে, পর্দা দিল টানি ; সংসারের নানা ধবনিরে করিল একখানি । প্রবল বরিষনে পাংশু হল দিকের মুখ, আকাশ যেন নিরুৎসুক ; নদীপারের নীলিমা ছায় পাণ্ডু আবরণে। কর্মদিন হারালো সীমা, হারালো পরিমাণ ; বিনা কারণে ব্যথিত হিয়া উঠিল গাহি গুঞ্জরিয়া বিদ্যাপতি-রচিত সেই ভরা-বাদর গান ৷ جنسN