পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ግ ছুটির লেখা এ লেখা মোর শূন্তদ্বীপের সৈকততর তাকিয়ে থাকে দৃষ্টি-অতীত পারের পানে। উদেশহীন জোয়ার-ভাটায় অস্থির নীর শামুক ঝিনুক যা-খুশি তাই ভাসিয়ে আনে। এ লেখা নয় বিরাট সভার শ্রোতার লাগি, রিক্ত ঘরে একলা এ যে দিন কাটাবার ; আটপহুরে কাপড়টা তার ধুলায় দাগি, বড়ো ঘরের নেমস্তন্নে নয় পাঠাবার। বয়ঃসন্ধিকালের যেন বালিকাটি, ভাবনাগুলো উড়ো-উড়ো আপনাভোলা । অযতনের সঙ্গী তাহার ধুলোমাটি, বাহির-পানে পথের দিকে তুয়ার খোলা । আলস্যে তার পা ছড়ানো মেঝের উপর, ললাটে তার রুক্ষ কেশের অবহেলা । নাইক খেয়াল কখন সকাল পেরোয় তুপর, রেশমি ডানায় যায় চলে তার হালকা বেলা । চিনতে যদি চাও তাহারে এসো তবে, দ্বারের ফঁাকে দাড়িয়ে থেকে আমার পিছু । সুধাও যদি প্রশ্ন কোনো তাকিয়ে রবে বোকার মতন— বলার কথা নেই-যে কিছু।