পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাট্যশেষ & S সে পালার অবসানে নিঃশেষে হয়েছে নিরর্থক সে দুঃসহ দুঃখদাহ— শুধু তারে কবির নাটক কাব্যডোরে বাধিয়াছে, শুধু তারে ঘোষিতেছে গান, শিল্পের কলায় শুধু রচে তাহা আনন্দের দান। २ জনশূন্য ভাঙাঘাটে আজি বৃদ্ধ বটচ্ছায়াতলে গোধূলির শেষ আলো আষাঢ়ে ধূসর নদীজলে মগ্ন হল । ও পারের লোকালয় মরীচিকাসম চক্ষে ভাসে। একা বসে দেখিতেছি মনে মনে, মম দূর আপনার ছবি নাট্যের প্রথম অঙ্কভাগে কালের লীলায় । সেদিনের সদ্য-জাগা চক্ষে জাগে অস্পষ্ট কী প্রত্যাশার অরুণিম প্রথম উন্মেষ ; সম্মুখে সে চলেছিল, না জানিয়া শেষের উদ্দেশ, নেপথ্যের প্রেরণায় । জানা না-জানার মধ্যসেতু নিত্য পার হতেছিল কিছু তার না বুঝিয়া হেতু । অকস্মাৎ পথমাঝে কে তারে ভেটিল একদিন, দুই অজানার মাঝে দেশকাল হইল বিলীন সীমাহীন নিমেষেই ; পরিব্যাপ্ত হল জানাশোনা জীবনের দিগন্ত পারায়ে । ছায়ায়-আলোয়-বোনা আতপ্ত ফাঙ্কনদিনে মর্মরিত চাঞ্চল্যের স্রোতে কুঞ্জপথে মেলিল সে ফুরিত অঞ্চলতল হতে কনকচাপার আভা । গন্ধে শিহরিয়া গেল হাওয়া শিথিল কেশের স্পর্শে। দুজনে করিল আসাযাওয়া অজানা অধীরতায় ।