এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
(r. 8 বিহবলতা জানি, সে না-শোনা সুর গেছে ভেসে শূন্ততলে । সেও ভালো, তবু সে তো তাহারি উদ্দেশে একদা অপিয়াছিনু স্পষ্টবাণী, সত্য নমস্কার, অসংকোচে পূজা-অৰ্ঘ্য —সেই জানি গৌরব আমার । আজ ক্ষুব্ধ ফাল্গুনের কলস্বরে মত্ততাহিল্লোলে মদির আকাশ । আজি মোর এ অশান্ত চিত্ত দোলে উদভ্ৰান্ত পবনবেগে । আজ তারে যে বিহবল চোখে হেরিলাম, সে যে হায় পুষ্পরেণু-আবিল আলোকে মাধুর্যের ইন্দ্রজালে রাঙা । পাই নাই শান্ত অবসর চিনিবারে, চেনাবারে । কোনো কথা বলা হল না যে, মোহমুগ্ধ ব্যর্থতার সে বেদন চিত্তে মোর বাজে। ফাল্গুন ১৩৩৮ ?