এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
@@ শু্যামলা হে শু্যামলা, চিত্তের গহনে আছ চুপ, মুখে তব সুদূরের রূপ পড়িয়াছে ধরা সন্ধ্যার আকাশসম সকল-চঞ্চল-চিন্তা-হর । আক দেখি দৃষ্টিতে তোমার সমুদ্রের পরপার, গোধূলিপ্রান্তরপ্রান্তে ঘন কালো রেখাখানি ; অধরে তোমার বীণাপাণি রেখে দিয়ে বীণা তার নিশীথের রাগিণীতে দিতেছেন নিঃশব্দ ঝঙ্কার। অগীত সে সুর মনে এনে দেয় কোন হিমাদ্রির শিখরে সুদূর হিমঘন তপস্যায় স্তব্ধলীন নিৰ্ব্বরের ধ্যান বাণীহীন । তমালবনের পরে অাছে লেগে সকরুণ ছায়া সুগম্ভীর— তোমার ললাট-’পরে সেই মায়া রহিয়াছে স্থির ।