পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や> डूल সহসা তুমি করেছ ভুল গানে, বেধেছে লয় তানে, স্থলিত পদে হয়েছে তাল ভাঙা— শরমে তাই মলিন মুখ নত দাড়ালে থতমতে, তাপিত দুটি কপোল হল রাঙা । নয়নকোণ করিছে ছলোছলো, শুধালে তবু কথা কিছু না বলে, অধর থরো থরো— আবেগভরে বুকের পরে মালাটি চেপে ধরে । অবমানিতা, জান না তুমি নিজে মাধুরী এল কী যে বেদনাভরা ক্রটির মাঝখানে । নিখুত শোভা নিরতিশয় তেজে অপরাজেয় সে যে পূর্ণ নিজে নিজেরই সম্মানে । একটুখানি দোষের ফঁাক দিয়ে হৃদয়ে আজি নিয়ে এসেছ, প্রিয়ে, করুণ পরিচয়— শরৎপ্রাতে আলোর সাথে ছায়ার পরিণয় ।