পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ ৬ বৈশাখ ১৩৪১ छूल তৃষিত হয়ে ওইটুকুরই লাগি আছিল মন জাগি, বুঝিতে তাহ পারি নি এতদিন । গৌরবের গিরিশিখর-’পরে তুষারসম শুভ্ৰ সুকঠিন। নামিলে নিয়ে অশ্র জলধারা ধূসর স্নান আপন-মান-হারা আমারো ক্ষমা চাহি— তখনি জানি আমারি তুমি, নাহি গো দ্বিধা নাহি। এখন আমি পেয়েছি অধিকার তোমার বেদনার অংশ নিতে আমার বেদনায় । আজিকে সব ব্যাঘাত টুটে জীবনে মোর উঠিল ফুটে শরম তব পরম করুণায় । অকুষ্ঠিত দিনের আলো টেনেছে মুখে ঘোমটা কালো— অামার সাধনাতে এল তোমার প্রদোষবেলা সাঝের তারা হাতে ।