এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ব্যর্থ মিলন বুঝিলাম, এ মিলন ঝড়ের মিলন, কাছে এনে দূরে দিল ঠেলি । ক্ষুব্ধ মন যতই ধরিতে চায়, বিরুদ্ধ আঘাতে তোমারে হারায় হতাশ্বাস । তব হাতে দাক্ষিণ্য যে নাই, শুধু শিথিল পরশে করিছে কুপণ কৃপা । কর্তব্যের বশে যে দান করিলে তার মূল্য অপহরি লুকায়ে রাখিলে কোথা —আমি খুজে মরি পাই নে নাগাল। শরতের মেঘ তুমি ছায়া মাত্র দিয়ে ভেসে যাও –भझङ्कृभिः শূন্ত-পানে চেয়ে থাকে, পিপাসা তাহার সমস্ত হৃদয় ব্যাপি করে হাহাকার ।