পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপরাধিনী وی یون» বিষম তুঃসহ বোঝা এ ভালোবাসার সেখানে দিয়েছি চেপে ভালোবাসা নেই যেখানেতে । বসেছি আসন পেতে যেখানে স্থানের টানাটানি । হায় জানি কী ব্যথা কঠোর ! এ প্রেমের কারাগারে মোর যন্ত্রণায় জাগি সুরঙ্গ কেটেছ যদি পরিত্রাণ লাগি দোষ দিব কারে । শাস্তি তো পেয়েছ তুমি এতদিন সেই রুদ্ধদ্বারে । সে শাস্তির হোক অবসান । আজ হতে মোর শাস্তি শুরু হবে, বিধির বিধান। [ ২ ফাল্গুন ১৩৩৮ ]