পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ)?ა বিদ্রোহী পর্বতের অন্য প্রান্তে ঝবরিয়া ঝরে রাত্রিদিন নিঝরিণী ; এ মরুপ্রান্তের তৃষ্ণা হল শান্তিহীন পলাতক মাধুর্যের কলম্বরে। শুধু ওই ধ্বনি তৃষিত চিত্তের যেন বিদ্যুতে খচিত বজ্রমণি বেদনায় দোলে বক্ষে । কৌতুকচ্ছুরিত হাস্য তার মর্মের শিরায় মোর তীব্রবেগে করিছে বিস্তার জালাময় নৃত্যস্রোত । ওই ধ্বনি আমার স্বপন চঞ্চলিতে চাহে তার বঞ্চনায় । মূঢ়ের মতন ভুলিব না তাহে কভু । জানিব মানিব নিঃসংশয় তুলভেরে মিলিবে না ; করিব কঠোর বীর্যে জয় ব্যর্থ তুরাশারে মোর।