পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ আসন্ন রাতি ফাল্গুনবনমর্মর-সনে মিলিত যে কানাকানি আজি হৃদয়ের স্পন্দনে কাপে তাহার স্তব্ধ বাণী । কী নামে ডাকিব, কোন কথা কব, হে বধূ, ধেয়ানে আঁকিব কী ছবি তব । চিরজীবনের পুঞ্জিত সুখদুখ কেন আজি উৎসুক ! উৎসবহীন কৃষ্ণপক্ষে আমার বক্ষোমাঝে শুনিতেছে কে সে কার উদেশে সাহানায় বাশি বাজে । আজ বুঝি তোর ঘরে, ওরে মন, গত বসন্তরজনীর আগমন । বিপরীত পথে উত্তর বায়ু বেয়ে এল সে তোমারে চেয়ে । অবগুষ্ঠিত নিরলংকার তাহার মূর্তিখানি হৃদয়ে ছোওয়ালো শেষ পরশের তুষারশীতল পাণি। ৪ ফেব্রুয়ারি ১৯৩৪