এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
রূপকার レア● হায় রে রূপকার, নাহয় কারো করে। নি উপকার— আপন দায়ে করেছ তুমি নিজেরে অবসান, সে লাগি কভু চেয়ে না প্রতিদান। পাজর-ভাঙা কঠিন বেদনার ংশ নেবে শকতি হেন, বাসনা হেন কার ! বিধাতা যবে এসেছে দ্বারে গিয়েছে কর হানি, জাগে নি তবু, শোনে নি ডাক যারা, সে প্রেম তারা কেমনে দিবে আনি যে প্রেম সব-হারা— করুণ চোখে যে প্রেম দেখে ভুল, সকল ক্রটি জানে তবু যে অনুকূল, শ্রদ্ধা যার তবু না হার মানে । কখনো যারা দেয় নি হাতে হাত, মৰ্মমাঝে করে নি আঁখিপাত, প্রবল প্রেরণায় দিল না আপনায়, তাহারা কহে কথা, ছড়ায় পথে বাধা ও বিফলতা, করে না ক্ষমা কভু— তুমি তাদের ক্ষমা করিয়ো তবু । হায় গো রূপকার, ভরিয়া দিয়ে জীবন-উপহার।