এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
b> মেঘমালা আসে অবগুষ্ঠিতা প্রভাতের অরুণ ছকুলে শৈলতটমূলে, আত্মদান অর্ঘ্য আনে পায় । তপস্বীর ধ্যান ভেঙে যায়, গিরিরাজ কঠোরতা যায় ভুলি, চরণের প্রাস্ত হতে বক্ষে লয় তুলি সজল তরুণ মেঘমালা । কল্যাণে ভরিয়া উঠে মিলনের পালা । অচলে চঞ্চলে লীলা, সুকঠিন শিলা মত্ত হয় রসে । উদার দাক্ষিণ্য তার বিগলিত নিৰ্ব্বরে বরষে, গায় কলোচ্ছল গান । সে দাক্ষিণ্য গোপনের দান এ মেঘমালারই । এ বর্ষণ তারি পর্বতের বাণী হয়ে উঠে জেগে— নৃত্যবন্তাবেগে বাধাবিঘ্ন চূর্ণ ক’রে তরঙ্গের নৃত্যসাথে যুক্ত হয় অনন্ত সাগরে ।