পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పాపా বিরোধ এ সংসারে অাছে বহু অপরাধ হেন অপবাদ যখন ঘোষণা কর উচ্চ হতে উষ্ণ উচ্চারণে, ভাবি মনে মনে, ক্রোধের উত্তাপ তার তোমার আপন অহংকার । মন্দ ও ভালোর দ্বন্দ্ব, কে না জানে চিরকাল আছে সৃষ্টির মর্মের কাছে। না যদি সে রহে বিশ্ব ঘেরি বিরুদ্ধ নির্ঘাতবেগে বাজে না শ্রেষ্ঠের জয়ভেরী। বিধাতার পরে মিথ্যা অানিয়ো না অভিযোগ মৃত্যুদুঃখ কর যবে ভোগ ; মনে জেনো, মৃত্যুর মূল্যেই করি ক্রয় এ জীবনে ছৰ্মল্য যা, অমর্ত যা, যা-কিছু অক্ষয় । ভাঙনের আক্রমণ সৃষ্টিকর্তা মানুষেরে আহবান করিছে অনুক্ষণ । দুৰ্গমের বক্ষে থাকে দয়াহীন শ্রেয় রুদ্রতীর্থযাত্রীর পাথেয় ।