পাতা:বুড়ো আংলা-অবনীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 অতি দীর্ঘকক্ষ লোম পড়ে উরু পর
 নাভি ঢাকে দাড়ি গোঁফে বিশদ চামর।

 ববম-বম ববম-বম বলতে-বলতে লামাকে আসতে দেখে সবাই তটস্থ, ভালোমানুষ হয়ে বসল। লামা বললেন—“তোমরা সব কি বৃথা তর্ক করছ? দেখ তর্ক কি ভয়ানক ব্যাপার, কোথায় তোমরা পড়া পড়বে, না, হাতা—হাতি বাধিয়েছ ভায়ে-ভায়ে—”

 অভেদ হইল ভেদ এ বড় বিরোধ
 কি জানি কাহারে আজি কার হয় ক্রোধ!
 ভ্রান্তজীব অন্ত না বুঝিয়ে কর দ্বন্দ্ব,
 কারো কিছু ঠিক নাই কেবল কহ মন্দ;
 উভয়ের মন তোরে মন্ত্রণা আমি কই,
 তর্কে নাহি মেলে কিছু গণ্ডগোল বই;
 শুন বাক্য গুরুবাক্য করেছে প্রামাণ্য;
 একে পঞ্চ পঞ্চে এক, নাই কিচ্ছু অন্য!

 লামা-ছাগল লেকচার শেষ করলেন অমনি বোকা ছাগলের দল জাতীয় সঙ্গীত শুরু করে দিলে—

 জটজালিনী ক্ষুরশালিনী,
 শিংঅধারিণী গো—
 ঘনঘোষিণি ঘাস-খাদিনি,
 গৃহ-পোষিণি গো।
 চ্যেঁ ভ্যেঁ প্যেঁ পোঁ।

১০৫