পাতা:বুড়ো আংলা-অবনীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 ধূধূ-ধূধূধূ নৌবত বাজে,
 ঘন ভোরঙ্গ ভম্‌-ভম্‌, দামামা দদদম্
 ঝনন্ন ঝম-ঝম ঝাঁজে—
 ধা-ধা গুড়-গুড় বাজে।
 নিশান ফরফর নিনাদ ধর-ধর
 তাতারি গর-গর গাজে।
 ধূধূ ধম-ধম ঝাঁ-ঝাঁ ঝম্‌-ঝম্‌
 দামামা দম-দম বাজে।
 রণজয় ভেরী বাজে রে ঝাঁগড়-ঝাঁগড় ঝাঁ-ঝাঁ ঝাঁজে রে
 মুচড়িয়া গোঁফে চলে লাফে-লাফে
 খেলে উড়ো পাকে থাকে-থাকে-থাকে ঝাঁপে রে
 বাজে রণ ভেরী বাজে রে।
 ভয় পেয়ে মরে নেংটি হাজার-হাজার
 তল গেল মান মত্তা ইঁদুর রাজার
 ঘাসের বোঝায় বসি ইন্দুরানী কাঁদে
 ইন্দুরায় এতদিনে পড়িয়াছে ফাঁদে
 কান্দি কহে ইন্দুরানী গণেশ গোঁসাই
 এমন বিপাকে কভু আর ঠেকি নাই।

 এই ভাবে ইঁদুর রানী কাঁদছেন, এদিকে একশো বছরের ইঁদুরের রাজা তাতারিদের ভয়ে থরথরি কম্পমান, রানীর আঁচল ধরে মন্ত্র পড়ছেন, খট্‌ ভৈরবী—দ্রুত ত্রিতালি—আর কেঁদে বলছেন সুর করে:

 চল-চল যাই নীলাচলে। (রে অরে যাই)
 ঘটালে বিধি ভাগ্যফলে

১৪০