পাতা:বুড়ো আংলা-অবনীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 পাণ্ডার জবাব হল—“এল বলে বৃষ্টি—চল চটপট!”
 সেথোরা বললে—“সব দিল ঘোমটা টেনে।”
 পাণ্ডা বললে—“এল বিষ্টি এল হেনে!”
 “ছুঁচোয় গড়েছে মাটির ঢিপি।”
 “বিষ্টি পড়বে টিপিটিপি।”
 “সাগরের পাখি ডাঙায় গেল।”
 “ঝড়-জল বুঝি এবার এল”
 “কাক যে বাসায় একলা বড়!”
 “গতিক খারাপ; নেমে পড়, নেমে পড়।”

 অমনি সব হাঁস ঝুপ-ঝুপ করে খালে-বিলে নেমে পড়ে আপনার-আপনার পিঠের পালকগুলো জল দিয়ে বেশ করে ভিজিয়ে নিলে, পাছে পালকগুলো শুকনো থাকলে বিষ্টির জল বেশি করে চুষে নেয়। দেখতে-দেখতে ঝড়ো-বাতাস ধুলোয়-ধুলোয় চারদিক অন্ধকার করে দিয়ে বড়-বড় গাছের আগ দুলিয়ে শুকনো ডাল-পাতা উড়িয়ে হুহু করে বেরিয়ে গেল। তারপরই একপশলা বৃষ্টি হয়ে গেল—খাল-বিল ভর্তি করে দিয়ে। একটু পরে বিষ্টি থেমে আবার রোদ উঠল; তখন দলে-দলে হাঁস, বক, সারস আবার চলল—আকাশ পথে আগের মতো বলাবলি করতে-করতে—

 “মাকড় আবার জাল পেতেছে।”
 “আর ভয় নেই—রোদ এসেছে।”
 “মৌচাক ছেড়ে মাছিরা ছোটে।”
 “বাদলের ভয় নাইকো মোটে।”
 “বনে-বনে ওঠে পাখির সুর।”
 “উড়ে চল, পার যতদূর।”


২৭