পাতা:বুড়ো আংলা-অবনীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 কাঠবেরালির কথা আর খোঁড়া হাঁস উদ্ধারের কথা রিদয় ফিরে আসার পূর্বে হাঁসের দলে, বনে-জঙ্গলে, জলে-স্থলে কোনো জানোয়ারের জানতে আর বাকি রইল না। গাছে-গাছে তাল-চড়াই, গাং-শালিক—এরা সুরেতালে রিদমের কীর্তি-কথা ঢেঁড়া-পিটিয়ে বলে বেড়াতে লাগল:

 শুন এবে অবধান পশুপক্ষিগণ।
 বুড়ো-আংলা মহাকাব্য করি বিবরণ॥
 কাঠবেরালি রামদাস তাহারে উদ্ধরি।
 বীরদাপে চলে যথা রাজহংসেশ্বরী॥
 হাঁসের পালক দুটা কেটে নিল বুড়ি।
 যাহে লেখা যায় মহাকাব্য ঝুড়ি-ঝুড়ি॥
 হাঁসের দুর্দশা দেখি আংলা বুড়ো ধায়।
 হংসেশ্বরী ছাড়ি বুড়ি পালাল ঢাকায়॥
 মোহন্ত তুলিয়া নিল হংসের কলম।
 সোনা চাই বলি তাহে লেখে বিজ্ঞাপন॥
 তালচটক তাল ধরে গানশালিকে কয়।
 সুবচনী হাঁস নিয়ে চলিল রিদয়॥
 খোঁড়া হাঁসেরে লইয়া, খোঁড়া হাঁসেরে লইয়া
 রচিলাম মহাকাব্য যতন করিয়া।
 আংলা বিজয় নামে কাব্য চমৎকার।
 গোটা দুই শ্লোক তারি দিনু উপহার॥
 সকলে শুনহ আর শুনাহ অন্যকে।
 ক্ষীর হতে নীর পিয়ে ধন্য হোক লোকে॥
 ইতি আংলা বিজয় মহাকাব্যে প্রথম সর্গঃ।

৭১