পাতা:বুড়ো আংলা-অবনীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 সতী মায়ের কাছে বলে একটু দুধ সন্দেশ খেয়ে সভা দেখতে চললেন। ইন্দ্র চন্দ্র সব বসেছেন, বিশ্বামিত্র বশিষ্ঠ সব বসেছেন দক্ষ প্রজাপতিকে ঘিরে, আর কালোয়াত সব গান-বাজনা করছে—

 ধির্‌ কুট্‌ কুট্‌ তানা নানা তাদিম তা, তা দিয়ানা ঝেন্না ঝেন্না
 নাদেরে দানি তাদেরে দানি, ওদেরে তানা দেরে তানা
 তাদিম তারয়ে তারয়ে দানি।
 দেতারে তারে দানি ধেতেনে দেতেনে নারে দানট।

 বেশ গান-বাজনা চলেছে—এমন সময় সভাতে সতীকে আসতে দেখেই দক্ষ শিব নিন্দে শুরু করলেন। দক্ষ প্রজাপতি:

 কেবল এ গ্রহ আনি নারুদে ঘটালে,
 কনিষ্ঠা কন্যাটা আমি দিলাম জলে ফেলে;
 বস্ত্রবিনা বাঘছাল করে পরিধান,
 দেবের মধ্যে দুঃখী নাই শিবের সমান।
 ভূত সঙ্গে শ্মশানে-মশানে করে বাস,
 মাথার খুলি বাবাজীর জল খাবার গেলাস!
 যায় বলদে বসে গলদেশে মালাগুলো সব অস্থি,
 সিদ্ধি ঘোঁটার সদাই ঘটা বুদ্ধি সেটার নাস্তি;
 অদ্ভুত সঙ্গেতে ভূত গলায় সাপের পৈতে,
 তারে আনিলে ডেকে হাসিবে লোকে—তাই হবে কি সইতে!
 পাগলে সম্ভাষা করা কোন প্রয়োজন,
 সাগরে ফেলেছি কন্যা বলে বুঝাই মন।

 দক্ষের শিব-নিন্দা শুনে সতী আর সইতে পারলেন না।

৭(৬৯)
৯৭