পাতা:বুড়ো আংলা-অবনীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 ববম্বম ববম্বম মহাশব্দ গালে;
 ধিয়াতা ধিয়াতা ধিয়া ভূত নাচে
 উলঙ্গী উলঙ্গে পিশাচী পিশাচে।
 চলে ভৈরবা ভৈরবী নন্দী ভৃঙ্গী
 মহাকাল বেতাল তাল ত্রিশৃঙ্গী,
 চলে ডাকিনী যোগিনী ঘোর বেশে
 চলে শাঁখিনী পেতিনী মুক্ত কেশে।

 ভূত-প্রেত নিয়ে শিব এসে উপস্থিত। ভয়ে কারু মুখে কথা নেই, মহাদেব হুকুম দিলেন ভূতিয়া ফৌজকে—যজ্ঞনাশ কর। অমনি—

 রুদ্রদূত ধায় ভূত নন্দি ভৃঙ্গি সঙ্গিয়া
 ঘোরবেশ মুক্ত কেশ যুদ্ধ রঙ্গ রঙ্গিয়া,
 যক্ষ রক্ষ লক্ষ লক্ষ অট্ট অট্ট হাসিছে
 যজ্ঞগেহ ভাঙ্গি কেহ হব্যগব্য খাইছে,
 প্রেতভাগ সানুরাগ ঝম্প ঝম্প ঝাঁপিছে,
 ঘোররোল গণ্ডগোল চৌদ্দলোক কাঁপিছে;
 ভূত ভাগ পায় লাগ লাথি কিল মারিছে
 বিপ্র সর্ব দেখি খর্ব ভোজ্য বস্ত্র সারিছে
 ভার্গবের সৌষ্ঠবের দাড়ি গোঁফ ছিণ্ডিল
 পুষণের ভূষণে দন্ত পাঁতি পড়িল,
 ছাড়ি মন্ত্র ফেলি তন্ত্র মুক্ত কেশ ধায় রে,
 হায় হায় প্রাণ যায় পাপ দক্ষ দায় রে!

 নৈবিদ্যির থালা ফেলে বিশ্বামিত্র দৌড়—বশিষ্ঠ চম্পট, সবার দাড়ি

৯৯