পাতা:বেণীসংহার নাটক.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । - సెvరి দুৰ্য্যো –(গ্রহণ করিয়া পাঠ ) । স্বস্তি মহারাজ দুৰ্য্যোধন ! সমরাঙ্গন হইতে কর্ণ গাঢ় কণ্ঠলিঙ্গন পূর্বক নিবেদন করিতেছেঃ– “শস্ত্রের প্রয়োগে কৃতী আমারো অধিক যে গে ; ভ্রাতৃগণ-মাঝে যার নাহিক সমান ; নিশ্চয় সে অর্জুনেরে অক্লেশে করিবে জয়” —এইরূপ করিতে গো তুমি অনুমান। কিন্তু দেখ তবু আমি পারি নাই ৰধিবারে দুঃশাসন-অরি সেই দুষ্ট অরজুনে । এসে তুমি ত্বরা করি কর দুঃখপ্রতিকার ভুজ-বীৰ্য্যবলে কিম্বা অশ্র-বিমোচনে ॥ দুৰ্য্যে।--বয়স্ত ! কর্ণ। কৰ্ণ –একে আমি শত-ভ্রাতৃ-নিধনে দগ্ধ হচ্চি, তার উপর আবার কেন তুমি আমাকে বাক্য-শেলে বিদ্ধ করচ বল দিকি ? আচ্ছা, ভদ্র সুন্দরক ! এখন অঙ্গরাজ কি করচেন ? - সুন্দ —মহারাজ ! দেহের আবরণ-কবচ আপনীত করে', আত্মহত্যায় কৃতসংকল্প হয়ে, এখন তিনি যুদ্ধের চেষ্টায় আছেন। দুৰ্য্যো।—(শুনিয়া সত্বর উঠিয়া) সুন্দরক! আমার হয়ে তুমি শীঘ্র তাকে গিয়ে এই কথা বুঝিয়ে বল “এখন আর তুমি জয়ের আকাজক্ষা কোরে না, এখন আমাদের উভয়েরই একই সংকল্প” কিন্তু – পার্থেরে করিয়া বধ অস্ত্যেষ্টি-সলিল তার যত সব বন্ধুবর্গে দিয়া মোচন করিয়া অশ্র, কতিপয় মন্ত্রি আর