পাতা:বেণীসংহার নাটক.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । বুখারোহণে গান্ধারী সঞ্জয় ও ধৃতরাষ্ট্রের প্রবেশ । ধৃত –বৎস সঞ্জয় ! কুরু-কুল-কাননের একমাত্র অবশিষ্ট পল্লব, —আমার সেই বৎস দুৰ্য্যোধন বেঁচে আছে, কি বেঁচে নেই ? গান্ধ! —জাদু ! বাছা এখনও বেঁচে আছে যদি সত্য হয়, বল এখন সে কোথায় আছে ? সঞ্জ —ঐ যে, মহারাজ একাকী বট-চ্ছায়ায় বসে আছেন। গান্ধা –কি বল্পে জাদু-একাকী ? এক শত ভ্রাতা তার পাশে বসে নেই ? সঞ্জ —তাত। জননি ! ধীরে ধীরে রথ থেকে নাবুন। । (উভয়ে অবতরণ) লজ্জিত দুর্য্যোধন উপবিষ্ট। ৷ সঞ্জ —(নিকটে গিয়া) মহারাজের জয় হোক্‌! এই দেখুন, জননীর সহিত পিতা এসেছেন, মহারাজ কি দেখুতে পাচ্চেন না ? দুৰ্য্যো –(অপ্রতিভ হইয়া) ধৃত – শরীর হইতে বৰ্ম্ম । একেবারে করি’ উন্মোচিত, কঙ্কমুখ-যন্ত্রে শল্য ধীরে ধীরে করি আপনীত, বেঁধেছে যে ক্ষত-পরে . ক্ষত-শোষী পটির বন্ধন,