পাতা:বেণীসংহার নাটক.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎿ* বেণীসংহার নাটক । বিমল ভরত-কুল —তাহে জাত আমি কুসন্তান পুত্ৰক্ষয়-কারী মোরে পুত্র বুলি কেন কর জ্ঞান ? গান্ধ! —জাদু ! দুঃখ কোরো না। তুমিই এখন এই অন্ধদুটির পথ-প্রদর্শক হয়ে চিরজীবী হও । আমার রাজ্যেই বা কি হবে ?—বিজয়েই বা কি হবে ? দুৰ্য্যে। —জননি গো, এ কি তব অসঙ্গত বিপরীত কথা ? সুক্ষত্রিয়া তুমি যে গো উচিত কি তব এ দীনতা ? বাৎসল্যবিহীন তুমি, - শত পুত্র তোমার নিহত না ভাবে তাদের তরে, —এ অযোগ্যে রক্ষিতে উদ্যত ? নিশ্চয় পুত্ৰশোক হতেই এ সব চেষ্টা হচ্চে। সঞ্জ —মহারাজ ! তবে কি এই লোক-প্রবাদটি মিথ্য যে “দুটের কুপ-পতন-কালে রজ্জ ও সেই সঙ্গে সেখানে নিঃক্ষিপ্ত হয়” ? দুৰ্য্যো।—এ কথা সমীচীন নয়। উপকরণীয় বস্তুর অভাবে উপ করণের কি প্রয়োজন ? ( রোদন ) , ধৃত –( দুৰ্য্যোধনকে আলিঙ্গন করিয়া) বৎস! তুমি নিজে শাস্ত হও ; আর, আমাকে ও তোমার অভাগিনী মাকেও সাম্বন৷ কর ।