পাতা:বেণীসংহার নাটক.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*{१** पक्षश् ! Yo S “ কন্তু না করয়ে সন্ধি নৃপগণ, হীনবল রিপুগণ সনে । দুঃশাসন-হীন আমি— সামুজ-পাণ্ডব সন্ধি করিবে কেমনে ? ধৃত –বৎস! তা হলেও, আমার প্রার্থনায় যুধিষ্ঠির কি না করতে পারেন ? তা ছাড়া যুধিষ্ঠির তোমা অপেক্ষ আপনাকে সৰ্ব্বদাই হী ন-বল মনে করেন। দুৰ্য্যো - সে কিরূপ ? ধৃত –শোনে, যুধিষ্ঠির প্রতিজ্ঞা করেছেন, যদি তার এক ভ্রাতারও মৃত্যু হয়, তা হলে তিনি আর প্রাণধারণ করবেন না। সংগ্রামে তো ছলের অভাব নেই, তাই তিনি সৰ্ব্বদাই অনুজের বিপদ আশঙ্কা করেন। এবং এইহেতু তোমাকে তুষ্ট করবার জন্ত ও তোমার সহিত তিনি সন্ধি করতে সন্মত হতে পারেন । সঞ্জ —ঠিক্‌ কথা । গান্ধা।—বাছা! তোমার পিতার এই যুক্তি-সঙ্গত কথা তুমি শোনে । দুৰ্য্যো —তাত । জননি ! সঞ্জয় ! একটি অম্বুজ-নাশে— প্রতিজ্ঞা করিল পার্থ— করিষে সে প্রাণ বিসর্জন । শত ভ্রাতৃ-নিধনেও দুর্য্যোধন অনায়াসে সহিবে এ কষ্টের জীবন ? দুঃশাসন-রক্তপায়ী ভীমসেনে চূর্ণ করি’ এই মোর গদার আঘাতে