পাতা:বেণীসংহার নাটক.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । డి 6& ( ভয়-ব্যস্ত হইয়া সারথির প্রবেশ । ) সারথি —মহারাজ ! আমাদের সৰ্ব্বনাশ হয়েছে। - ( ভূতলে পতন ) ছর্য্যো –কি হয়েছে ? ধৃতরাষ্ট্র ও সঞ্জয় –বল, বল কি হয়েচে । সারথি ।--মহারাজ! কি আর বলব ? শল্য-সম শল্য যবে শূন্ত মনোরথ-সম কৰ্ণ শূন্ত রথোপরি হয়ে অবস্থিত পশিল শিবির মাঝে, জন-সজঘ তথাকার কৰ্ণ শূন্ত রথ হেরি’ হইল মূৰ্ছিত ॥ দুৰ্য্যো –হা বয়স্ত কর্ণ ( মূৰ্ছিত ) গান্ধ! —জাদু ! ধৈৰ্য্য ধর, ধৈর্য্য ধর । সঞ্জ —শান্ত হও, শান্ত হও মহারাজ। ধৃত –ওঃ কি কষ্ট ! কি কষ্ট ! ভীষ্ম দ্রোণ হ’লে হত একটি যে অবলম্বন মম পুত্ৰ-প্রিয়-সখী —সে কর্ণও হইল নিধন ॥ বৎস! আশ্বস্ত হও, আশ্বস্ত হও। দেখ হতবিধে ! শত পুত্ৰ-শোক সহি– অন্ধ আমি—ভাৰ্য্যা-সহ মোর এই শোচ্য দশা তোমারি গো কৃত ;