এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পঞ্চম অঙ্ক । ייל শোক করি না গো এবে দুঃশাসনন্তরে কিম্বা আর কারে জন্য। কৰ্ণেতে দুঃশ্রাব্য যাহা কর্ণের সে অমঙ্গল ঘটালে যে জন তাহারে সবংশে আজি সমরে বধিব আমি এই মোর পণ ॥ গান্ধা ।—জাদু ! ক্ষণেকের জন্য অশ্রমোচনে ক্ষান্ত হও । ধৃত –বৎস ! ক্ষণেকের জন্য অশ্রুমার্জন কর । দুৰ্য্যো –আমার উদ্দেশে যবে করিল সে প্রাণ বিসর্জন সে সময়ে কেহই তো না করিল তারে নিবারণ। তার তরে করি আমি এক বিন্দু অশ্রু বিমোচন —তাহাও এ দীন জনে করিতে কি দিবে না এখন ? সারথি ! কে না জানি আমাদের কুলান্তকর এই অসম্ভব কাৰ্য্য সাধন করলে ? সারথি ।—মহারাজ ! লোকের মুখে এইরূপ শুনলেম ঃ– চক্র ভূমে মগ্ন হলে,–চক্ৰপাণি স্থত যার, আমাদের সৈন্যের যে যম, —ইন্দ্রের নন্দন সেই মহাবীর ধনঞ্জয় বধিলা গো তাম্বারে রাজন ॥