পঞ্চম অঙ্ক । * a సె মাতঃ ! তব পুত্র তুল্য, পিতঃ ! তব নীতি-শিষ্য, —সেই কর্ণে যে বধিল রণে, তারি পরে শর মোর পড়িবে এক্ষণে ॥ সারথি । আর কাল-হরণ করে কি হবে ? আমার রথ সজ্জিত করে নিয়ে এসো। আর, তুমি যদি পাণ্ডবদের ভয় কর, তুমি থাকে ; আমি শুধু গদা-হস্তেই রণ-স্থলে অবতরণ করব। আর কিছু ভাববার দরকার নেই। এই আমি চল্লেম। ( প্রস্থান ) ধৃত –বংস হৰ্য্যোধন ! যদি আমাদের দগ্ধ করবে বলেই তুমি স্থিরনিশ্চয় হয়ে থাকে, তা হলে অন্ততঃ নিকটস্থ কোন বীরকে সেনাপতি-পদে অভিষিক্ত কর। দুৰ্য্যো –পূৰ্ব্ব-হতেই অভিষিক্ত হয়ে আছে। গান্ধ! —কে সে হতভাগ্য ? ধৃত –সে শল্য~না অশ্বথামা ? সঞ্জয় —হায় হায় ! ভীষ্ম গত, দ্রোণ হত, অঙ্গরাজ কর্ণ সেও নিহত গো রণে । —অতি বলবতী আশা— শল্য সে করিবে জয় পাণ্ডু-পুত্র গণে ? দুৰ্য্যো –শল্যেরই বা কি প্রয়োজন ? অশ্বখামারই বা কি প্রয়োজন ? হয়, রণে প্রাণ দিয়া লভিব গো কর্ণ-আলিঙ্গন
পাতা:বেণীসংহার নাটক.djvu/১১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।