পাতা:বেণীসংহার নাটক.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ß >bo বেণীসংহার নাটক। অশ্ব।—কি ? এখনও সেই কর্ণের পক্ষপাতী—আমাদের প্রতি অবমাননা ? রাজন্‌! কৌরবেশ্বর । আচ্ছ তাই হোক। ( প্রস্থান) ধৃত –বৎস! এ তোমার কিরূপ মোহ ? এই সময়ে, কঠোর বাক্য বলে’ অশ্বথামার মত ব্যক্তির বিরাগ উৎপাদন করুচ ? দুৰ্য্যে।—আমি কি এমন অপ্রিয় মিথ্যা বলেছি যাতে ও ক্রুদ্ধ হতে পারে? দেখুন : — ধনুর্ধারী ক্ষত্ৰ-মাঝে ছিল যার মহিমা অক্ষত, তোমাদের ভাগ্য দোষে এবে যে গো সমরে নিহত । —সেই অঙ্গরাজ-নিন্দ মিত্র-কাছে করিছে অশেষ উহাতে অর্জুনে তবে বল দেখি, আছে কি বিশেষ ? ধৃত –অথবা বৎস! তোমারি বা এতে কি দোষ ? এখন ভরতকুলের অস্তিম দশা উপস্থিত। দেখ, গান্ধারি! আমি অতি হতভাগ্য—আমি এখন কি করি বল দেখি। (চিন্তা করিয়া ) আচ্ছ। তবে এইরূপ করা যাকু। দেখ সঞ্জয়, আমার নাম করে ভারদ্বাজ অশ্বথামাকে তুমি এই কথা বল – এই সুযোধন-সহ এক মঙ্গে গান্ধারীর স্তন্য তুমি করিয়াছ পান ;