পাতা:বেণীসংহার নাটক.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शई अझ । ১২১ দরের "আজি বধ করব" এইরূপ সদ্য-পাল্য প্রতিজ্ঞার কথা শুনে মানী কৌরব-রাজ নিরুদেশ হয়ে কোথায় লুকিয়ে আছেন। এখন তার পদ-চিহ্র অনুসরণ করবার জন্ত, অতি নিপুণ-বুদ্ধি, বিভিন্ন স্থানের যথার্থভিজ্ঞ, চর-সকল এবং যারা ঢাক বাজিয়ে ঘোষণা করতে পটু—যারা সুযোধনের বিচরণস্থানের সন্ধান জানে—এইরূপ ভক্তিমান সুমন্ত্রিগণ সামন্ত-পঞ্চক প্রদেশের চারিদিকে গমন করুক। আর, তারা যদি কৃতকাৰ্য্য হয়, তা হলে ধনাদি পারিতোষিক দেবে বলে তাদের নিকট অঙ্গীকার কোরো । তা ছাড়া ; – কিবা পঙ্কে, কি সৈকতে— গুপ্ত-পথ-বেত্ত্বা যারা —যাক সেই কইবৰ্ত্তগণ ; লতা-ঢাকা কুঞ্জ-বন চেনে যারা—সেই সব গোপালের করুক গমন ; শত্ৰু-মিত্ৰ-পদ-বেত্তা রন্ধ ভিজ্ঞ ব্যাধ যত ব্যাঘ্র-বনে করুক ভ্রমণ ; প্রতি মুনি-গৃহে যাক চর-সব—যাহীদের আছে সিদ্ধ-পুরুষ-লক্ষণ ॥ কধু —যে আজ্ঞে মহারাজ। যুধি –আরও এইরূপ সহদেবকে বলবে – সশঙ্ক হইয়া কেহ করিছে আলাপ কি না —জানুক গোপনে ; সুপ্ত বা রোগাৰ্ত্ত কিম্বা সুরামত্ত—তাহাদের যাক অন্বেষণে । ১৬