পাতা:বেণীসংহার নাটক.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ R2 - বেণীসংহার নাটক। মৃগদের ত্রাস যেথা, আর যেথা ৰিহঙ্গ নীরব, নৃপ-পদ-চিহ্ল যেথা - --সেই বনে যাক্ তারা সব ॥ কঙ্কু —যে আঞ্জে মহারাজ। (প্রস্থান করিয়া পুনঃ প্রবেশ করত সহৰ্ষে ) মহারাজ ! পাঞ্চালক এসেছে। যুধি।—শীঘ্র তাকে নিয়ে এসে । কধু –( প্রস্থান করিয়া পাঞ্চালকের সহিত পুনঃ প্রবেশ ) ঐখানে মহারাজ ; পাঞ্চালক তুমি এগিয়ে যাও। পাঞ্চ —জয় মহারাজের জয় ! মহারাজ ও দেবীকে একটি সুসংবাদ দি । - যুধি –বাপু পাঞ্চালক ! সেই দুরাত্মা কৌরবাধমের কি কোন পদচিহ্ল পাওয়া গেছে ? পাঞ্চী ।--মহারাজ ! শুধু পদচিহ্ল নয়, দেবীর কেশাকর্ষণ-পাপের প্রধান হেতু-স্বয়ং সেই দুরাত্মাকেই পাওয়া গেছে। যুধি –(সহৰ্ষে পাঞ্চালককে আলিঙ্গন করিয়া) বাপু ! তুমি উত্তম কাজ করেছ—এ সুসংবাদ বটে। তাকে কি দেখতে পাওয়া গেছে ? : - পাঞ্চ —মহারাজ ! শুধু দেখতে পাওয়া গেছে তা নয়, সমর ক্ষেত্রে দেখুতে পাওয়া গেছে । দ্রৌপদী –(সভয়ে) কি ?--আমার নাথ সমর-ক্ষেত্রে ? যুধি –(সভয়ে ) সত্য, ভায়া আমার রণক্ষেত্রে ? পাঞ্চী ।-আজ্ঞে হঁ সত্য। মহারাজের কাছে কি মিথ্যা বলতে পারি ?