পাতা:বেণীসংহার নাটক.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীসংহার নাটক। وي স্বত্র।--(পৃষ্ঠভাগে অবলোকন করিয়া) এই যে, বামুদেবের আগ মনে, কুরুদের সহিত সন্ধির প্রস্তাবে অসহিষ্ণু হয়ে, ক্রুদ্ধ ভীমসেন পৃথুল ললাটতলে বিকট ক্রকুট ধারণ করে, খরুদৃষ্টিপাতে আমাদের সবাইকে যেন গ্রাস করতে-করতে সহদেবের সহিত এই দিকে আস্চেন। তা, এখন ওঁর সন্মুখে থাকাটা আমাদের ভাল নয়। আমুন, আমরা অন্যত্র যাই। (প্রস্থান) ইতি প্রস্তাবনা। - (সহদেবের সহিত জুদ্ধ ভীমসেনের প্রবেশ । ) ভীম।-আরে! দুরাত্মা বৃথা-অমঙ্গল পাঠক নটাধম! (ইত্যাদি পুনরাবৃত্তি ) সহদেব।—(সানুনয়ে) দাদা! ক্ষান্ত হোন্‌ ক্ষান্ত হোন্‌। নটমুখের বাক্য আমাদেরি অনুকূল। দেখুন :-(বৈরানল নিৰ্ব্বাপিয়া ইত্যাদি পুনরাবৃত্তি পূৰ্ব্বক) “বৈরানল নিৰ্বাপিয়া” ইত্যাদি যা বলেচে সে তো যথার্থ কথা। আরও এই কথা বলেচে “সভৃত্য কৌরবেরা রক্তালস্কৃত ভূমি ও ক্ষতদেহ হয়ে স্বস্থ হোক অর্থাৎ স্বৰ্গস্থ হোকৃ!” ভীম – তিরস্কার-সহকারে) না না, কৌরবদের অমঙ্গল চিন্ত৷ করা কি তোমাদের উচিত? যাও তোমরা সব ভাই মিলে তাদের সঙ্গে সন্ধি কর গে। সহ।--(সরোষে) দাদা ! ধৃতরাষ্ট্র-তনয়ের পদে-পদে করিয়াছে দৈর-আচরণ,