এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
शर्छ अक्र । - ১২৩ যুধি – ভীম মহাপরাক্রান্ত জানি আমি, তবু চিত্ত ভয়-বশে বিবেক-মন্থর । উত্তোলিত-গদা সেই বৃকোদর ভুজ-বীৰ্য্য জানি তবু শঙ্কিত অন্তর ॥ ( দ্রৌপদীকে অবলোকন করিয়া, ও তাহার মুখের অশ্ৰুজল মুছাইয়া ),অয়ি স্বক্ষত্রিয়ে ! গুরুজন, বন্ধুজন —সহস্ৰ নৃপের সন্নিধান, সভামাঝে আমাদের হয়েছিল যেই অপমান তার প্রতিকার প্রিয়ে করিব গো হয় প্রাণ দিয়া, নয় সেই পশু-তুল্য দুৰ্য্যোধনে সমরে বধিয়া ॥ ন, তাতে আর কোন সন্দেহই নেই। যাহার আদেশ মতে দুঃশাসন করে তব কেশ আকর্ষণ —নিশ্চয় তাহারে ভীম বধি’ আজি করিবে গেt. প্রতুিজ্ঞা পালন । কেশও তব বাধা হবে বধ হবে যখন সে - পাপ দুৰ্য্যোধন ॥ পাঞ্চালক ! বল বল, সে দুরাত্মাকে কোথায় পাওয়া গেল ? এখন সে কোন কাজেই বা প্রবৃত্ত ?