পাতা:বেণীসংহার নাটক.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ বেণীসংহার নাটক । মোর ভয়ে নরাধম! ত্যজিয়া সমর-ভূমি এবে লুকায়েছ আসি পঙ্কের ভিতরে ? তা ছাড়া—রে মানান্ধ কৌরবাধম! কুরু-অন্তঃপুর-নারী মোর বলে হত-পতি —করে এবে কেশ উন্মোচন। পাঞ্চালীর প্রজ্জ্বলিত ক্ৰোধ-বহি এবে তাই হইয়াছে প্রায় উপশম । ভাই তব দুঃশাসন –হৃদয়-নিঃস্থত তার তপত শোণিত আমি করিনু যে পান, দেখিয়াও তাহ চক্ষে, কি করিলে ভীম-প্রতি ? —অসময়ে অস্ত কেন তব অভিমান ? ীে {—নাথ ! আবার যদি তোমার দর্শন পাই তবেই আমার কোপের শান্তি হবে। যুধি।-দেখ কৃষ্ণ, এ সময়ে অমঙ্গলের কথা বলা উচিত নয়। বাপু ! তার পর, তার পর ? পাঞ্চ —মহারাজ ! এইরূপ বলে ভীষণ ক্রোধে প্রজ্জ্বলিত উদ্যতগদা-পাণি বৃকোদর ভীষণ বেগে গদা ঘোরাতে ঘোরাতে, সমস্ত সেই বৃহৎ সরোবরের জল আলোড়িত করতে লাগলেন ; সরো, বরের জল তীর ছাপিয়ে উঠল, সমস্ত কমল-বন উৎসন্ন, জলজন্তুর মূৰ্ছিত, সমস্ত বিহঙ্গকুল উদভ্ৰান্ত হল। যুধি –বাপু ! তবুও সে জল থেকে উঠল না ? পাঞ্চ —মহারাজ ! আর না উঠে থাকৃতে পারে ? সরোবর-তল-দেশ সবেগে সহসা ত্যজি’ করিল উত্থান