পাতা:বেণীসংহার নাটক.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অঙ্ক । ১২৯ বহুদিন হতে কৃষ্ণ বন্ধন করেনি কেশ —হোক কেশ-বন্ধন-উৎসব । কুঠার-প্রদীপ্তকর যেই রাম করিলেন ক্ষত্র-ক্রম-ক্ষয়, আর, এই ভীম—এর ক্রোধান্ধ হইয়া রণে হইলে উদয় বিজয়-সাধনপক্ষে পারে কি থাকিতে কন্তু একটু সংশয় ?” দ্রেী –(সাশ্রলোচনে ) দেব ত্রিভুবননাথ যা আজ্ঞা করচেন তার কি কখন অন্যথা হতে পারে ? পাঞ্চালক।—এ কেবল আশীৰ্ব্বাদ নয়, মধুস্থদনের এ আদেশ । যুধি –ভগবানের আদেশে কি কারও সংশয় হতে পারে ? কে আছে এখানে ? - কথু কীর প্রবেশ । কঞ্চ –আজ্ঞে মহারাজ ! যুধি।—ভগবান দেবকী-নন্দনের আদেশ শিরোধাৰ্য্য করে? ভায়ার বিজয়-মঙ্গল উদ্দেশে যথা-বিহিত অনুষ্ঠান আরম্ভ করা হোকৃ। কধু —(সোৎসাহে পরিক্রমণ করিয়া) ও গো পুরোহিতাদি কৰ্ম্মকৰ্ত্তাগণ! আর অন্তঃপুরচারী প্রধান দেীবারিকগণ!—তোমরা শোনোঃ—যিনি দুৰ্বহ প্রতিজ্ঞা-ভার বহন করচেন, যিনি সুযোধন-অনুজ-বিকম্পন প্রচণ্ড পবন, যিনি দুঃশাসন-বিদলন নরসিংহ, সেই প্রভঞ্জন-পুত্র মহাবলী ভীমের প্রতি স্নেহবশতঃ মহারাজ যুধিষ্ঠির মঙ্গলাচরণ করতে তোমাদের আদেশ እፄ