পাতা:বেণীসংহার নাটক.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ বেণীসংহার নাটক। জন্য ভ্রমণ করে বেড়াচ্চি। (প্রকাস্তে) ওগো ! আমি অত্যন্ত তুষিত, জলছায়া দানে আমাকে কেউ তৃপ্ত কর । ( রাজার নিকট আগমন ) সকলে –( উত্থান ) যুধি -মুনিবর! অভিবাদন করি। রাক্ষ।--শিষ্টাচারের এ সময় নয়, জলদানে আমাকে তুষ্ট কর। যুধি।—মুনি! এই আসনে উপবেশন করুন। রাক্ষ —(উপবেশন করিয়া) না ন—তুমিও আসন গ্রহণ কর। যুধি –ওরে ! কে আছে এখানে ? ( ভৃঙ্গার লইয়া কষ্ণুকীর প্রবেশ ) কধু —(নিকটে আসিয়া ) মহারাজ ! সুশীতল মুরভি জলে এই ভৃঙ্গার পূর্ণ—আর এই পান-পাত্র। যুধি –মুনি । পিপাসা শাস্তি করুন। স্বাক্ষ —(পাদ প্রক্ষালন ও জল,স্পর্শ করিয়া) ও গো ! তুমি যথার্থ ক্ষত্রিয় বটে। যুধি –ঠিক বলেছেন-আমি ক্ষত্ৰিয়ই বটে। . রাক্ষ –সংগ্রামে প্রতিদিনই তো তোমার আত্মীয় বন্ধুজনের নাশ হচ্চে, কাজেই জলাদি তোমার আদেয় নয়। ভাল, এই ছায়ায় বসে সরস্বতী নদীর তরঙ্গ স্পর্শী মুশীতল বায়ু সেবন করে শ্রান্তি দূর করা যাকৃ। - ন্দ্রে।—বুদ্ধিমতিকে ! মহৰ্ষিকে তাল-পাখায় বাতাস কর। রাক্ষ।—ও গো । আমার প্রতি এ শিষ্টাচার অনুচিত। যুধি –মুনি ! সে কি কথা ?—আপনি বড় শ্রান্ত হয়েছেন।