পাতা:বেণীসংহার নাটক.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । কোন অম্বুজের তত্ব সহিত তা’-নৃপতি না করিলে বারণ ? ভীম –সে কথা সত্য। তাই, আজ হতে তোমাদের থেকে আমি পৃথক হলেম । দেখ ঃ– কৌরবদিগের সনে ঘটিল শক্রতা মোর আমি শিশু ছিলাম যখন, তাহাদের বিদ্বেষের নহে রাজা-অরজুন অথবা গো তোমরা কারণ। তব সংযোজিত সন্ধি—ভীম হয়ে ক্রোধে প্রজালিত— - জরাসন্ধ-বক্ষ সম করিবে গো পুন বিয়োজিত ॥ সহ।—(অনুনয়-সহকারে ) দাদা, তুমি অত ক্রুদ্ধ হলে মহারাজ বোধ হয় মনে মনে কষ্ট পাবেন । ভীম।-কি ?--দাদা কষ্ট পাবেন ? তিনি কি জানেন, কষ্ট কাকে বলে ঐ দেখ — দেখিলেন যবে দাদা পাঞ্চালীর সেই দশা নৃপ মাঝে রাজার সভাতে ; অরণ্যে মোদের বাস বহুকাল ধরি’ যত w বলকল-ধারী ব্যাধ-সাথে ; বিরাট-নিবাসে মোরা অনুচিত কাজে লিপ্ত কত দিন ছিমু সঙ্গোপনে ; - –এই সব কুরু-কার্য্যে আমার এ কষ্ট দেখি” তার কষ্ট হয়েছিল মনে ? ভাই বলচি সহদেব, তুমি ফিরে যাও। যার বহুদিনের সঞ্চিত