रु% अछ । లం রাক্ষ –দেখ, আমি মুনিজন-সুলভ কৌতুহল-বশে সেই মহামান্ত মহা ক্ষত্রিয়দের দ্বন্দ্ব-যুদ্ধ দেখবার জন্ত সমস্ত-পঞ্চক-প্রদেশময় পৰ্য্যটন করে” বেড়াচ্চিলেম। আজ শরৎকালের প্রখর উত্তাপে অৰ্জুন-সুযোধনের অসমাপ্ত গদা-যুদ্ধ অবলোকন করে এই মাত্র আসচি। কধু —মুনি ! এ যুদ্ধ ভীম-দুৰ্য্যোধনের যুদ্ধ কি না বল দিকি । রাক্ষ।—আঃ ! আমি যেন কোন বৃত্তান্তই জানি নে এরূপ ভাবে আমাকে জিজ্ঞাসা করচ কেন ? যুধি —মহর্ষি ! বলুন, বলুন। স্বাক্ষ।-একটু বিশ্রাম করে আপনাকে সমস্তই বলব, কিন্তু এই বৃদ্ধকে নয়। যুধি –অর্জুন সুযোধনে কি হল, বলুন। রাক্ষ –পূর্বেই তো বলেচি, অৰ্জুন মুযোধনের মধ্যে গদাযুদ্ধ আরম্ভ হল। যুধি -ভীম সুযোধনের মধ্যে নয় ? রাক্ষ —সে তো পূর্বেই হয়ে গেছে। (যুধিষ্ঠির ও দ্রৌপদী মূৰ্ছিত ) কধু —(জল সিঞ্চন) মহারাজ ! দেবি ! শান্ত হোন, শান্ত হোন ! (উভয়ের সংজ্ঞা লাভ ) যুধি।—আপনি কি বল্লেন মুনি ?-ভীম-সুযোধনের মধ্যে যুদ্ধ হয়ে গেছে ? দ্ৰে —মহর্ষি! বলুন সে যুদ্ধে কি হল। রাক্ষ —কধুকি ! এর দুজন কে ?
পাতা:বেণীসংহার নাটক.djvu/১৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।