পাতা:বেণীসংহার নাটক.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'\రి8 বেণীসংহার নাটক । কঙ্কু।—ব্রাহ্মণ! ইনি মহারাজ যুধিষ্ঠির, আর ইনি পাঞ্চাল-রাজ দুহিতা । রাক্ষ —“আঃ ! নৃশংস আমাকে নিৰ্দ্দয়ৰূপে আক্রমণ করেছে” এই কথা— দ্ৰৌ —হ নাথ ! ভীম ! (মূচ্ছিত ) কধু —তিনি কি বল্লেন, কি বল্লেন ? দাসী।–দেবি ! শান্ত হোন, শান্ত হোন্‌! যুধি –(সাশ্র লোচনে ) মুনি ! তব এই বাক্যে, সন্দিগ্ধ হইয়া কষ্ট পায় যুধিষ্ঠির । নিশ্চয় নিহত বৎস —জানিলেও হই মুর্থী —হয় মন স্থির ॥ - রাক্ষ –(সানন্দে স্বগত) আমার চেষ্টাই তো এই । ( প্রকাশ্বে ) যদি নিতান্তই বলতে হয়, তবে সংক্ষেপে বলুচি শোনো। বন্ধুজনের বিপদের কথা সবিস্তারে বলা উচিত নয় । বুধি –(অশ্র মুছিয়া) সৰ্ব্বথা বল গো বিপ্র –সংক্ষেপে বিস্তারে হোক – তার বিবরণ। কি ঘটিল অনুজের শুনিতে উৎসুক অতি আমি যে এখন | রাক্ষ —তবে বলি শোনোঃ– সেই দুর্য্যোধন ভীমে আরম্ভ হইল যুদ্ধ, গুরু-গদা হতে শব্দ উঠিল সঘনে—