পাতা:বেণীসংহার নাটক.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীসংহার নাটক। 9סיל স্বাক্ষ —তার পর, সেই মুক্ষত্রিয় নিহত হয়ে বীর-সুলভ সুগতি লাভ করলেন ; তার তৃতীয় অনুজ ভ্রাতৃ-বধ-শোকে অজস্রধারে অশ্রু মোচন করতে লাগলেন ; আর, গাওঁীব ত্যাগ করে নবরক্তচ্ছটা-চচ্চিত সেই গদা ভ্রাতৃ-হস্ত হতে নিয়ে, সন্ধীচ্ছ বাক্ষদেবের নিষেধবাক্য অগ্রাহ করে, “এসো দেখি” “এসো দেখি” এইরূপ উপহাস-সহকারে বলতে লাগলেন। আর, সেই গদা ঘোরাতে ঘোরাতে অর্জুন, গম্ভীর বাক্যে কৌরব রাজকে আহ্বান করায় কৌরবরাজও যুদ্ধে প্রবৃত্ত হলেন। হলধর বুঝিলেন, তার কৃতী শিষ্য দুৰ্য্যোধনেরই নিশ্চয় জয় হবে ; তাই, অৰ্জুন-পক্ষপাতী দৈবকী-নন্দন এই অবস্থা দেখে, অর্জুনকে অতিযত্নে রথে উঠিয়ে নিয়ে দ্বারকায় চলে গেলেন। যুধি --সাধু ! অর্জুন সাধু ! তুমি যে তৎক্ষণাৎ গাওঁীব পরিত্যাগ করে বৃকোদরের স্থান অধিকার করেছিলে—সে বড় ভাল কাজ হয়েছিল। এখন আমি, কি উপায়ে প্রাণত্যাগ করতে পারি তারি চেষ্টা দেখি। দ্রোঁ –দেখ নাথ! তুমি ভ্রাতৃবৎসল ! তোমার ভ্রাতা অর্জন গদাযুদ্ধে অশিক্ষিত, তাকে শক্রমুখে পতিত দেখে এ সময়ে তোমার উপেক্ষা করা উচিত নয়। রাক্ষ ।--তার পর আমি— যুধি।-থাক মুনি! এর পর শুনে আর কি হবে? হা ভাই ভীমসেন ! জতুগৃহ-সমুদ্র-তরণপোত! কিৰ্ম্মীর-হিড়িম্ব অসুর-জরাসন্ধ-বিজয়ী মল্ল! কীচক-সুযোধন-অমুজ-কমলিনী-কুঞ্জর! হা দৃতি-পঞ্জামুরাগী ! আমার শরীরের খেদ শঙ্কা-নাশন ! ভাই! তুমি যে আমার একান্ত কথার বাধ্য ছিলে—হ কৌরব-বন-দাবানল ।