পাতা:বেণীসংহার নাটক.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ई श्रश । ३७१ দুতি-বাসনী যে আমি নির্লজ্জ অতি —লক্ষ মত্ত হস্তি-সম তোমার শকতি— তবুও দাসত্ব মোর করিলে স্বীকার ভক্তি-ভরে সহি কত দুখ-কষ্ট-ভার। আর বেশি কি অনিষ্ট করেছি গো আজি যা-লাগি সহসা ভাই গেলে মোরে ত্যজি’ অনাথ অবন্ধু করি? ফেলিয়া হেথায়, বঞ্চিত করিয়া তব স্নেহ-মমতায় ? শ্ৰেী।–( উঠিয়া ) মহারাজ ! সত্যই কি তার এইরূপ ঘটে চে ? যুধি।—কৃষ্ণে ! সত্য নয় তো আর কি। কীচকে বধিল যে গো, বক-হিড়িম্ব-কিৰ্ম্মী রক্ষেীগণে করিলনিধন ; মদান্ধ দ্বিরদ সেই জরাসন্ধ দেহ-যে গেt বজ্ৰসম করে বিদারণ ; যার সেই ভুজযুগে শোভে গদা পরিঘের মত, তব প্রিয়, মমানুজ, পার্থ-জ্যেষ্ঠ—সেই ভীম গত ॥ ত্রেী।-( আকাশে দৃষ্টিপাত করিয়া) নাথ ! ভীমসেন ! তুমিই ৷ আমার চুল বেঁধে দেবে বলেছিলে; দেখ, ক্ষত্রিয়-বীরের প্রতিজ্ঞ ভঙ্গ করা উচিত নয়। আচ্ছ, তুমি তবে আমার প্রতীক্ষা রূর, আমি তোমার কাছে শীঘ্রই যাচ্চি। ( পুনৰ্ব্বার মূৰ্ছিত ) যুধি –( আকাশে দৃষ্টিপাত করিয়া) জননী পৃথা ! তোমার পুত্রের কিরূপ ব্যবহার শুনলে তো ? আমাকে শোক-গ্ৰস্ত অনাথ