পাতা:বেণীসংহার নাটক.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१% अन्न । '8') পাঞ্চাল-রাজতনয়ে । আমার জন্যই তোমার এই শোচনীয় দশা ঘটল। যতক্ষণ না চিতাগ্নি প্রস্তুত হচ্চে, ততক্ষণ এসে। আমরা আত্মীয় বন্ধুদের নিকট গিয়ে বিদায় নি। দ্রোঁ –দেখ ককুকি ! তুমি কাষ্ঠ সঞ্চিত করে রাখে। কি আশ্চৰ্য্য, মহারাজের কথা যে কেউই গুন্‌চে না। হা নাথ! তুমি না থাকায় মহারাজ এখন পরিজনদের নিকটেও অপমানিত হচ্চেন । রাক্ষ। —এইরূপ সহমরণ ভরত-কুল-বধূদেরই উপযুক্ত। যুধি —মহর্ষি! আমাদের কথা তো কেহই গুনচে না । আপনি ইন্ধন দিয়ে আমাদের অনুগৃহীত করুন। রাক্ষ।-এ মুনিজনের বিরুদ্ধ কাজ। (স্বগত) আমার অভিপ্রায় সিদ্ধ হয়েছে। এখন অলক্ষিত হয়ে আমি নিকটেই কাঠ জালিয়ে দি। (প্রকাশুে) রাজন্‌! আমি এখানে আর থাকৃতে পারচিনে। ( প্রস্থান ) যুধি –দেখ কৃষ্ণা ! কেহই আমাদের কথা শুনচে না । এসো আমরা নিজেই কাষ্ঠ সঞ্চয় করে চিতা জালাই। দ্রেী –মহারাজ ! এখনি—এখনি। ( নেপথ্যে কোলাহল ) দ্রেী।–(সভয়ে শুনিয়া) মহারাজ ! কার যেন তেজোবল-দপিত নিৰ্ঘোষ শোনা যাচ্চে ; আরও কোন অপ্রিয় সংবাদ বোধ হয় গুনতে হবে, তাই এত বিলম্ব হচ্চে। যুধি।—আর বিলম্ব নয়, ওঠে। (সকলের পরিক্রমণ)দেখ পাঞ্চালি! পরিজনদের বারণ করে দেও, তারা যেন মাতাকে ও সপত্ত্বিদের এ কথা কিছু না বলে। দ্রেী।—মহারাজ ! মাতাকে এইরূপ শুধু বলে পাঠাব, সেই বক