* 8९ বেণীসংহার নাটক হিড়িম্ব-কিৰ্ম্মীর-জরাসন্ধ-জয়ী মহাবীরও আমার জন্য হতাশ হয়ে পরলোকগত হয়েচেন । যুধি –ভদ্ৰে ! বুদ্ধিমতিকে! আমাদের নাম করে মাকে তুমি এই কথা বলে’ এসে ঃ– জননি । a সেই জতুগৃহদাহে তোমারে যে উদ্ধারিল ভুজবলে—পুত্রদের সনে —সেই বলী প্রিয় পুত্র – তার অমঙ্গল কথা তোমা কাছে বলিব কেমনে ? আর, দেখ জয়ন্ধর ! তুমি সহদেবেরও কাছে গিয়ে এই কথা বলবে -তুমি পাণ্ডুকুলের বৃহস্পতি, তোমার বৈমাত্রেয় ভাই, সকল কুরুকুল-কমলাকরের যে বাড়বানল—সেই যুধিষ্ঠির এখন পরলোকে প্রস্থান করতে উদ্যত। তুমি আমার আজ্ঞাবহ প্রিয় অম্বুজ ; তুমি কি বিপদে কি সম্পদে, সৰ্ব্বদাই অমুগ্ধ-চিত্ত ধৈৰ্য্য-শালী ও আমার আশ্বাস-স্থল ; তোমাকে আলিঙ্গন করে’, তোমার শির আভ্রাণ করে আমি এই প্রার্থনা করচি 2– বয়সে অধিক আমি, জ্ঞানে তুমি আমার সমান। সহজ দয়ায় জ্যেষ্ঠ, বুদ্ধিতে তুমি-ই গরীয়ান। কৃতাঞ্জলি হয়ে এবে যাচি এই তব সন্নিধান :– মোর মায়া ত্যাগ করি’ পিতৃদেবে কোরো বারি দান৷
পাতা:বেণীসংহার নাটক.djvu/১৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।