পাতা:বেণীসংহার নাটক.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ከም বেণীসংহার নাটক । ক্ৰোধ এখন প্রজ্জ্বলিত হয়ে উঠেচে, সেই ভীমের এই কথা গুলি তুমি রাজাকে জানাও গে। সহ।--দাদী, কি কথা জানাবো ? ভীম।— সহিষ্ণু অমুজ-মাঝে তব আজ্ঞা করিয়া লজঘন পাপে মগ্ন হয়ে আমি হইয়াছি নিন্দার ড্রাজন। রক্তারুণ গদা মোর ক্ৰোধ-বশে উত্তোলিয়৷ উদ্ধত করিতে আমি কৌরব বিনাশ। আজ হতে জেনো দাদা, তুমি নছ প্ৰভু মোর, আমিও নহি গো তব আজ্ঞাবহ দাস ॥ —এই কথা জানিও। (উদ্ধত ভাবে পরিক্রমণ) সহ -( ভীমের অনুগমন করিয়া ) এ কি ! দাদা যে দ্ৰৌপদীর অন্তঃপুরের দিকে গেলেন । আচ্ছা আমি তবে এই খানেই থাকি। (অবস্থান ) ভীম।-(কিরিয়া আসিয়া ও অবলোকন করিয়া) সহদেব! তুমি দাদার অনুবর্তী হও । আমিও অস্ত্রাগারে গিয়ে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইগে । , সহ —দাদা ! ওতো অস্ত্রাগার নয়—ওযে পাঞ্চালীর অন্তঃপুর। ভীম -(মনেমনে বিতর্ক করিয়া) কি ? এ অস্ত্রাগার নয় ?—এ পাঞ্চালীর অন্তঃপুর ? (চিন্তা করিয়া সহর্ষে ) হুঁ, পাঞ্চালীর সঙ্গেও আমার পরামর্শ করতে হবে । (সস্নেহে সহদেবের হস্ত ধারণ পূর্বক ) ভাই, তুমিও এসো। কৌরবদের সঙ্গে দাদা