পাতা:বেণীসংহার নাটক.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ अझ । `8ථා তাছাড়া, বাল্যে যাকে আমি লালন-পালন করেচি, যার হৃদয় প্রস্তর-তুল্য সারবান, সেই নিত্য-অভিমানী নকুলও যেন আমার আজ্ঞামত এইখানেই থাকে। আর ভাই তুমিও যেন আমার পদানুসরণ না কর । বিমল বিবেক-বশে আমারে ও ভীমাৰ্জুনে করি বিস্মরণ —আমরা হইলে গত— অশ্রু-মিশ্র জল-বিন্দু করিবে অর্পণ ; —যেথায় থাক না কেন, জ্ঞাতি-গৃহে, কান্তারে বা যাদব-ভবনে – —করি গো মিনতি এই—আপন শরীর-রক্ষা করিবে যতনে ॥ দেখ, জয়ন্ধর । আমাদের গা ছুয়ে শপথ কর, নকুল সহদেবকে এই কথা গিয়ে বলবে —আমাদের মৃত্যুর পর তারা যেন আমাদের পদামুসরণ না করে। - দ্ৰেী –ওলো বুদ্ধিমতিকে ! আমার নাম করে প্রিয়সখী স্বভদ্রাকে বলিস্, বাছা উত্তরার গর্ভের চতুর্থ মাস উপস্থিত হলে, সেই গর্ভস্থ বংশধরকে যেন সে সাবধানে রক্ষা করে। পরলোকগত শ্বশুরকুলের ও আমাদের তাহলে জলবিন্দু পাবার সম্ভাবনা থাকে। . যুধি –(সাশ্র-লোচনে) ও ! কি কষ্ট ! শাখা-প্রশাখায় যার আচ্ছাদিত ভূমণ্ডল —দিক বিভূষিত,